ফেনী প্রতিনিধি
নভেম্বর ৩০, ২০২৪, ০৬:২৪ পিএম
ফেনী প্রতিনিধি
নভেম্বর ৩০, ২০২৪, ০৬:২৪ পিএম
ফেনীতে যানজট নিরসনে বিশেষ অভিযান চালিয়েছে জেলার ট্রাফিক বিভাগ।
শনিবার জেলার ছাগলনাইয়া থানা রোডের মাথায় অভিযানে চারটি অবৈধ সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে চালকের বিরুদ্ধে মামলা করা হয়।
এতে ক্ষিপ্ত হয়ে এক ট্রাফিক সদস্যের ওপর হামলা করে ওই চালকেরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যানজট নিরসনে ওই উপজেলার প্রধান সড়কে বিশেষ অভিযান চালায় জেলার ট্রাফিক বিভাগ। থানা রোডের মাথায় অভিযান পরিচালনা করেন, টিএসআই শহীদুল ইসলাম, সার্জেন্ট মনিরুল আলম ও ট্রাফিক পুলিশের কনস্টেবল ফখরুল ইসলাম।
অভিযানে চারটি লাইসেন্সবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে বিধি অনুযায়ী চালকদের বিরুদ্ধে মামলা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সকাল ১০টার দিকে ট্রাফিক সদস্য ফখরুলের ওপর হামলা করে ওই চালকেরা।
টিএসআই শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ গাড়িগুলো জব্দ করে মামলা দেয়ায় ক্ষিপ্ত হয়ে চালক রুবেলের নেতৃত্বে ৪-৫ চালক ট্রাফিক সদস্য ফখরুলের ওপর হামলা চালিয়েছে। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।
ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ট্রাফিক সদস্যের ওপর হামলার ঘটনায় সার্জেন্ট মনিরুল আলম বাদী হয়ে হামলাকারী রুবেলসহ অজ্ঞাত আরও চারজনের নামে অভিযোগ দিয়েছেন। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
ইএইচ