গাজীপুর প্রতিনিধি
নভেম্বর ৩০, ২০২৪, ১১:৫৩ পিএম
গাজীপুর প্রতিনিধি
নভেম্বর ৩০, ২০২৪, ১১:৫৩ পিএম
গাজীপুরে বাস চাপায় অনন্ত ক্যাজুয়েল কারখানার নিরাপত্তাকর্মী নিহতের ঘটনায় চারটি বাসে আগুন দিয়ে সড়ক অবরোধ করেছে কয়েকটি কারখানার শ্রমিক ও স্থানীয় লোকজন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিয়ন ঘটনাস্থলে গেলে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তারগাছ এলাকায় মহাসড়কে বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল নামের কারখানার নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবর ছড়ায়। এমন খবরে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা বাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন ঘটনা নিশ্চিত করে বলেন, বাসে আগুন দেওয়ার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেলে পাবলিক ও শ্রমিকরা করা হামলা চালায়। পরে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী গেলে তাদের সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা অবস্থান করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
ইএইচ