Amar Sangbad
ঢাকা রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪,

পাঁচবিবি থানা পরিদর্শনে ডিআইজি আলমগীর

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

ডিসেম্বর ১, ২০২৪, ১০:৫৪ এএম


পাঁচবিবি থানা পরিদর্শনে ডিআইজি আলমগীর

জয়পুরহাট জেলার সীমান্ত ঘেঁষা পাঁচবিবি থানা পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি মো. আলমগীর হোসেন। 
শনিবার (৩০ নভেম্বর) বিকালে জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঁচবিবি থানা পরিদর্শন করতে আসেন তিনি।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মো. কাওসার আলীর নেতৃত্বে থানার একদল চৌকস পুলিশ সদস্য পুলিশের এ উচ্চপদস্থ কর্মকর্তাকে গার্ড অব অনার প্রদান করেন এবং ফুলের শুভেচ্ছায় স্বাগতম জানায়।

প্রথমেই ডিআইজি মহোদয় থানার সকল দপ্তর ঘুরে ঘুরে দেখেন পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন। এরপর তিনি থানার সকল পুলিশ সদস্যের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন।

এসময় ডিআইজি মহোদয়ের সামনে উপস্থিত ছিলেন— জেলা পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আফজালুল ইসলাম, থানার ওসি (তদন্ত) মো. ইমায়েদুল জাহেদী, সেকেন্ড অফিসার (এসআই) শ্রী সুশান্ত কুমার রায় সহ সকল পুলিশ সদস্যরা।

মতবিনিময় কালে উপস্থিত সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে ডিআইজি মহোদয় বলেন, পুলিশ জনগণের বন্ধু, জনগণের কাজ বেশী বেশী করেই বন্ধুত্বা অর্জন করতে হবে আমাদেরকে। ডিআইজির এমন নির্দেশের প্রতি উত্তরে উপস্থিত সকল পুলিশ জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যাত্বয় প্রকাশ করেন।

সন্ধ্যার পরে ডিআইজি মো. আলমগীর হোসেন মহোদয় সকলের নিকট থেকে বিদায় নিয়ে রাজশাহীর উদ্দেশ্য রওনা দেন।

বিআরইউ

Link copied!