Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মুক্তাগাছায় কবর থেকে কঙ্কাল চুরির হিড়িক

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

ডিসেম্বর ১, ২০২৪, ০৩:৪২ পিএম


মুক্তাগাছায় কবর থেকে কঙ্কাল চুরির হিড়িক

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বিভিন্ন এলাকা থেকে কবর খুঁড়ে কঙ্কাল চুরি হওয়ার ঘটনা ঘটছে।

এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙঙ্ক বিরাজ করছে।

জানা যায়, বেশ কিছুদিন যাবত উপজেলার বিভিন্ন গোরস্তান থেকে রাতের আঁধারে কবর খুঁড়ে লাশের কঙ্কাল চুরি করে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট। কিছুদিন পূর্বে একই ইউনিয়নের রঘুনাথপুর রৌয়ারচর গোরস্থান, তারাটি ইউনিয়নের বিরাশী পশ্চিমপাড়া গোরস্তান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীদের গবেষণার কাজে এ কঙ্কাল প্রয়োজন পড়ে। চোর সিন্ডিকেট এসব কঙ্কাল বিভিন্ন পাচারকারীদের মাধ্যমে দেশের ভিন্ন স্থানে উচ্চমূল্যে বিক্রি করে থাকে।

গত এক সপ্তাহে মুক্তাগাছার বড়গ্রাম ইউনিয়নের কোণাগাও কেজাইকান্দা গোরস্তান থেকে কবর খুঁড়ে ৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কোণাগাও কেজাইকান্দা গোরস্থানের সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম সরকার জানান, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আমরা এ বিষয়টি নিয়ে বেশ চিন্তিত।

তিনি এলাকায় ঘোষণা করেন, চোর ধরে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে এবং সে সাথে নিজ খরচে গোরস্থানের চারপাশে বৈদ্যুতিক বাতি লাগিয়ে আলোর ব্যবস্থা করে দিবেন।

চুরির বিষয়ে তিনি মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জকে অবহিত করেছেন।

এ ব্যাপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকাবাসীর সহযোগিতা চেয়েছি এবং চোর সিন্ডিকেট ধরতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!