Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে নাজিরপুরে বিক্ষোভ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১, ২০২৪, ০৪:১১ পিএম


আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে নাজিরপুরে বিক্ষোভ

চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচার এবং হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে পিরোজপুরের নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় স্থানীয় জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদরাসার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

এ সময় জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফেরদাউছুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন, জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদরাসার নায়েবে মুহতামীম মাওলানা রুহুল আমিন, চৌঠাইমহল মহিলা মাদরাসার মুহতামীম মাওলানা মুফতী আবুল বাশার, নাজিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিপ মো. আবু হাসান খান ও মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

ইএইচ

Link copied!