Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

গ্রেনেড হামলা মামলার রায়ে মদনে বিএনপির আনন্দ মিছিল

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

ডিসেম্বর ১, ২০২৪, ০৫:১৩ পিএম


গ্রেনেড হামলা মামলার রায়ে মদনে বিএনপির আনন্দ মিছিল

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সকল আসামি উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পাওয়ায় মদন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় শুনে মদন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক একটি আনন্দ মিছিল বের করে।

রোববার বিকালে মিছিলটি মদন উপজেলার বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মদন সরকারি কলেজ  মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন।

স্বামীর খালাসের রায় শুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী।

আলোচনা সভায় বক্তব্য দেন, মদন উপজেলা বিএনপির সভাপতি ও চাঁনগাও ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি আমরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বদরুজ্জামান মানিক যুগ্ম আহ্বায়ক সাইফ আহমেদ সেকুল, শামসুল আলম লালু, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্র দলের সাধারণ সম্পাদক শামীম হাসান, পৌর ছাত্রদল সভাপতি মাহমুদুর রহমান মিটু প্রমুখ।

ইএইচ

Link copied!