পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৪, ০৬:০২ পিএম
পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৪, ০৬:০২ পিএম
পুলিশ সদস্যের পেশাদারিত্বের সঙ্গে দ্বায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান।
রোববার সকালে জিএমপি আয়োজিত মাস্টার প্যারেড ও কল্যাণ সভায় তিনি এ কথা বলেন।
প্যারেড শুরুতে কমিশনার সালাম গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সকলের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে সকাল ১০টায় জিএমপির সদর দপ্তরে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার নাজমুল করিম খান।
কল্যাণ সভায় তিনি সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন এবং তার বক্তব্যে সদস্যদের আশানুরূপ কল্যাণ করার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, উপ-পুলিশ কমিশনারবৃন্দ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা।
ইএইচ