Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর খালাসে টাঙ্গাইলে আনন্দ মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

ডিসেম্বর ১, ২০২৪, ০৬:০৬ পিএম


সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর খালাসে টাঙ্গাইলে আনন্দ মিছিল

২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রায় ১৭ বছর পর খালাস পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।

তার খালাসের খবরে রোববার দুপুরে নিজ এলাকা টাঙ্গাইলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।

রায় ঘোষণার খবর পাওয়ার পরেই বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহীদ মিনার চত্বরে জমায়েত হয়।

সেখানে মিষ্টি বিতরণ শেষে আনন্দ শোভাযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ওরফে সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক প্রমুখ।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু খালাস পাওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি জাগ্রত হয়েছে। টাঙ্গাইলবাসী আজ খুবই আনন্দিত।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক বলেন, মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন যাবৎ স্বৈরাচার হাসিনা সরকার জেলে আবদ্ধ রেখেছিল। বর্তমান সরকার নিরপেক্ষ বিচার বিভাগ করায় আজ আমরা ন্যায় বিচার পেলাম। আমরা টাঙ্গাইলবাসী আজ অনেক আনন্দিত।

ইএইচ

Link copied!