সন্দ্বীপ প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৪, ০৬:১১ পিএম
সন্দ্বীপ প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৪, ০৬:১১ পিএম
চট্টগ্রামের সন্দ্বীপে অবৈধভাবে জমি থেকে মাটি কাটার অপরাধে একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলার সন্দ্বীপ পৌরসভা ৬নং ওয়ার্ড বাগেরহাট থেকে মাটি ভর্তি একটি ট্রাক দেখতে পান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।
এ সময় ট্রাককে আটক করেন তিনি। পরবর্তীতে ট্রাক ড্রাইভার হেলফার রেখে পালিয়ে যান।
ম্যাজিস্ট্রেট হেলপারের কাছে জানতে চান মাটি কোথা থেকে কেটে আনা হয়েছে। এ সময় হেলপারের কথার ভিত্তিতে জানা যায় কালাপানিয়া থেকে।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান পরিচালনা করে কালাপানিয়া ৯নং ওয়ার্ডের আবুল কাশেমের পুত্র জুয়েলকে (৪০) মাটিকাটা ও পরিবহণ করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইএইচ