Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাগুরায় বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

ডিসেম্বর ১, ২০২৪, ০৬:১৭ পিএম


মাগুরায় বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

মাগুরায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন আগামী দু’বছর মেয়াদি কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

রেজওয়ান খন্দকার সভাপতি বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ও কাজী মোহাম্মদ সালাউদ্দিন স্বাক্ষরিত প্যাডে মাগুরা জেলা কমিটির অনুমোদন প্রদান করা হয়।

৬৫ সংখ্যা বিশিষ্ট কমিটিতে সভাপতি বিকাশ কুমার ধর রেকর্ড কিপার সিজিএম কোর্ট মাগুরা।

সাধারণ সম্পাদক ফেরদৌস আলম বেঞ্চ সহকারী মাগুরা জজ কোর্ট, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান আলমগীর প্রসেস সার্ভার সিজিএম কোর্ট মাগুরা।

রোববার বিকাল ৪টায় মাগুরা জেলা জজ আদালত প্রাঙ্গণে এ কমিটির আত্মপ্রকাশ করা হয়।

এতে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম বেঞ্চ সহকারী মাগুরা জজ কোর্ট, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান আলমগীর প্রসেস সার্ভার সিজিএম কোর্ট মাগুরা।

ইএইচ

Link copied!