Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ডা. শফিকুর রহমান

জাতীয় প্রয়োজনে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

ডিসেম্বর ১, ২০২৪, ০৬:২৩ পিএম


জাতীয় প্রয়োজনে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় প্রয়োজনে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত ১৫ বছর স্বৈরাচারী সরকার জাতিকে দাপিয়ে বেড়িয়েছে। খুন করেছে, গুম করেছে। জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে।

রোববার সকালে যশোরের অভয়নগর উপজেলার শুভড়াড়া ইউনিয়নের ফেরিঘাটে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বলেছেন, কোটি কোটি মানুষকে মামলার জালে বন্দি করেছে আওয়ামী লীগ সরকার। ঘরে বাইরে মানুষের শান্তি, নিরাপত্তা কেড়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন তাদের জুলুমের হাত থেকে দেশবাসীকে মুক্তি দিয়েছে।

অভয়নগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক সরদার শরিফ হোসেনের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, যশোর জেলা যুব সভাপতি অধ্যাপক মশিউর রহমান, যশোর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান।
শুভড়াড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আলমগীর হুসাইনের পরিচালনায় আরও বক্তব্য দেন, শুভড়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জহুরুল হক, অভয়নগর উপজেলার যুববিভাগের সভাপতি নুবুল ইসলাম বাবুল, উপজেলার জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, আশিকুর রহমান, ইউনিয়নের সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, যুববিভাগের সভাপতি শেখ আফজাল হোসেন, নওয়াপাড়া ছাত্র শিবিরের সভাপতি ফয়সাল মাহামুদ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ইএইচ

Link copied!