দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৪, ০৬:৫৯ পিএম
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৪, ০৬:৫৯ পিএম
কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি শেখ আউয়াল কবীরকে ক্লোজড করা হয়েছে।
রোববার দুপুরে তাকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
তারস্থলে দৌলতপুর থানায় ওসি হিসেবে যোগ দিয়েছেন মো. নাজমুল হুদা। তিনি সাতক্ষীরা জেলার কোর্ট ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
একমাস আগে দৌলতপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শেখ আউয়াল কবীর যোগ দিয়েছিলেন। তিনি যোগদানের পর দৌলতপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। বৃদ্ধি পায় খুন, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ দৌলতপুর থানায় দালালদের দৌরাত্ম।
পাশাপাশি জেলার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের চলমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার কারনে তাকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজড করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
এ বিষয়ে দৌলতপুর থানার নবাগত ওসি মো. নাজমুল হুদা জানান, রোববার বিকালে দৌলতপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছি। আগের ওসি শেখ আউয়াল কবীর কুষ্টিয়াতে আছেন। এখনও তাকে কোন থানায় দেওয়া হয়নি।
ইএইচ