ফেনী প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৪, ০৯:১০ পিএম
ফেনী প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৪, ০৯:১০ পিএম
ফেনীতে অবৈধভাবে বালু উত্তোলনের বন্ধে অভিযান চালিয়েছে ৩৭টি মেশিন জব্দ করেছে টাস্কফোর্স।
রোববার দিনভর জেলার ছাগলনাইয়া উপজেলাধীন ফেনী নদীর সোনাপুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনীস্থ ৪ বিজিবির অধীনস্থ অলিনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০০/৩-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একটি অসাধু চক্র।
এর বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুভল চাকমা ও এসিল্যান্ড শিবুদাশ, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁনের নেতৃত্বে ২০ জন বিজিবি সদস্য, ছাগলনাইয়া থানার এসআই নাজমুলসহ পুলিশের একটি টহল দল অংশগ্রহণ করেন।
এছাড়াও সেনাবাহিনীর একটি দল এ সময় দারোগারহাট নামক স্থানে রিজার্ভ হিসেবে অবস্থান করছিল।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের ৩৭টি মেশিন এবং আনুষাঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে বাধা প্রদান করার অভিযোগে জোরারগঞ্জ এলাকার করের হাটের মো. ছুট্ট মিয়ার ছেলে মো. শাহাদাত হোসেনকে (৩৫) আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ইএইচ