Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জমি দখলে ব্যর্থ হওয়ায় এসিল্যান্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

ডিসেম্বর ২, ২০২৪, ১০:৫৭ এএম


জমি দখলে ব্যর্থ হওয়ায় এসিল্যান্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পৌর ভূমি অফিসের নির্ধারিত স্থানের জমি দখলে ব্যর্থ হওয়ায় ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) মো. মেহেদী হাসানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে স্থানীয় একটি মহল।

রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার পৌরশহরের পশ্চিম বাজারে কয়েকশ লোক একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে।

মিছিলটি উপজেলা নির্বাহী কার্যালয় ঘুরে এসে সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করতে থাকে। একপর্যায়ে তারা ভূমি অফিস ঘেরাও করে প্রবেশের চেষ্টা করলে তাদেরকে শান্ত করে উপজেলা বিএনপির সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় বিক্ষোভকারীরা এসিল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, দায়িত্বে অবহেলা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সরকারি পৌর ভূমি অফিসের নির্ধারিত স্থানের ৫৬ শতাংশ জমির বাউন্ডারির গেটের তালা ভাঙচুর করে জমি দখলে নিতে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় পুলিশের বাধার মুখে ব্যর্থ হয় তারা।

পৌরবাজারের ব্যবসায়ী মো. মামুন চায়ের দোকানি রাকিব মো. জাকির হোসেন জানান, ভূমিদস্যু দখলবাজ ও চাঁদাবাজসহ তেতুলিয়া নদীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলনকারীদের কাছে মূর্তিমান আতঙ্ক মো. মেহেদী হাসান। সরকারি সম্পত্তি ও জনস্বার্থ রক্ষায় কাজ করছেন এ কর্মকর্তা। অপরাধীদের কাছে কখনো আপোষ করেননি তিনি। তাই এসিল্যান্ডের অপসারণ চেয়ে ভূমিদস্যু, লুটপাটকারী ও অবৈধ বালু উত্তোলনকারীরা বিক্ষোভ মিছিল করছে।

এসিল্যান্ড মো.মেহেদী হাসান জানান, সড়কে অবৈধ টোল আদায়কারীদের ইজারা কেন বাতিল হবে না মর্মে শোকজ করা হয়েছে। পদ্ধতিগতভাবে ইজারা বাতিলের ব্যবস্থা নেয়া হবে। কৃষকের চরের জমি কেটে ইটভাটায় নেয়া ও কৃষকের জমি তরমুজ চাষিদের কাছে বিক্রির বিরুদ্ধে  কৃষকের পক্ষে অভিযান অব্যাহত থাকবে। ভোলার মূলভূমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান-উজ্জামান আমার সংবাদকে জানান, যে অভিযোগগুলো এসেছে তা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। বিভাগীয় তদন্ত হবে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!