Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না রাজু মিয়ার

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ২, ২০২৪, ১১:২৯ এএম


টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না রাজু মিয়ার

সুনামগঞ্জের তাহিরপুরে টাকার অভাবে মুত্রথলিতে পাথরজনিত রোগের চিকিৎসা করাতে পারছেন না কয়লা শ্রমিক রাজু মিয়া (২৪)।

দীর্ঘদিন বিছানায় পড়ে থাকলেও অভাবের সংসারে কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি তার পরিবার। টাকার জন্য ঠিকমতো ওষুধ সেবন করতেও পারছেন না।

দিন দিন তার শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ছেলের চিকিৎসার টাকা যোগাতে বৃদ্ধ মা শামছুন্নাহার (৬৫) মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। পরিবারের নুন আনতে পান্তা ফুরার অবস্থা। তাকে নিয়ে তার স্ত্রী ও বৃদ্ধ মা নিরুপায় হয়ে পড়েছেন।

কয়লা শ্রমিক রাজু মিয়া (২৪) তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের মৃত সাজিদ মিয়ার ছেলে। তাদের জায়গা-জমি বলতে কিছুই নেই। অন্যের বাড়িতে তাদের বসবাস।

তাই জীবন বাঁচানোর করুণ আকুতি নিয়ে রাজু মিয়া বলেন, আমার বাবা মারা যাওয়ার পর থেকেই আমি পরিবারের একমাত্র উপার্জনকারী। সে থেকেই আমি দিনমজুরের কাজ করে পরিবারের হাল ধরি। আমার পরিবারে আমার মা ও আমার স্ত্রী রয়েছে। বছর দুই আগে আমার মুত্রথলিতে পাথর ধরা পরে তবে অর্থের অভাবে চিকিৎসা করতে পারি নাই। পরের বাড়িতে থাকি। টাকা পয়সার অভাবে ওষুধ কিনেও খেতে পারছি না। ডাক্তার বলছে অপারেশন করাতে কিন্তু টাকার জন্য পারতেছি না। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করছি।

স্থানীয় বাসিন্দা নজরুল মিয়া বলেন, রাজু খুব ভালো ছেলে। অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে বিছানায় শুয়ে কষ্টে দিন কাটাচ্ছে। টাকার জন্য চিকিৎসা করাতে পারছে না। বর্তমানে তার বসতবিটা কিছু নাই অন্যের বসতভিটায় বসবাস করে। আমরা স্থানীয়রা বাজারের লোকজনের কাছ থেকে কিছু অর্থ উঠিয়ে এতদিন প্রাথমিক চিকিৎসা চালিয়েছি। এমতাবস্থায় সমাজের বিত্তবানদের একটু সহযোগিতা পেলে সে সুস্থ হয়ে আবার কাজে ফিরতে পারতো।

রাজুর স্ত্রী দিপা বেগম বলেন, অসুস্থ স্বামী নিয়ে খুব কষ্টে দিনযাপন করছি। তার উপার্জনের অর্থ দিয়েই আমাদের সংসার চলত। এখন চলতে খুবই কষ্ট হচ্ছে। নেই কোনো ভিটেমাটিও। টাকার অভাবে চিকিৎসা করাতে ও ওষুধ কিনতেও পারছি না। বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, সেটা দেখেও কিছু করতে পারছি না। তাই সমাজের সামর্থ্যবান মানুষের কাছে অনুরোধ স্বামীর চিকিৎসার জন্য আমাদের সাহায্য করুন।

রাজুর মা শামছুন্নাহার কান্নাজড়িত কণ্ঠে বলেন, একমাত্র উপার্জনক্ষম ছেলেটা অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে বিছানায় শুয়ে আছে। আমি নিজেও অসুস্থ। ছেলেটার অপারেশন করাতে অনেক টাকা লাগবে, কীভাবে কী করব, কিছুই মাথায় আসছে না। ঘোর অন্ধকার দেখছি। নিজেদের কোনো বাড়ি-জমি নেই। টাকার অভাবে ছেলেটার চিকিৎসা করাতে পারছি না। বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছে। মা হয়ে আর সহ্য করতে পারছি না। বিত্তবানরা যদি সাহায্য করতেন, ছেলেটাকে চিকিৎসা করিয়ে সুস্থ করা যেত।

রাজু মিয়ার চিকিৎসার জন্য সাহায্য দিতে সরাসরি প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করা যাবে (মোবাইল নম্বর-০১৭১৭-৭৬৪৩০৫)।

ইএইচ

Link copied!