Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দুর্নীতির মামলায় খালাস পেলেন সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

ডিসেম্বর ২, ২০২৪, ১১:৩৮ এএম


দুর্নীতির মামলায় খালাস পেলেন সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

রাজউকে জাল হলফনামা দিয়ে প্লট নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহীম।

রোববার দুপুরের দিকে সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে খালাস দেন ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালত।

রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে, ২০১৭ সালের ১৩ মার্চ রাজধানীর মতিঝিল থানায় দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, হাফিজ ইব্রাহীম ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সংসদ সদস্য থাকাকালে রাজউকে মিথ্যা হলফনামা দিয়ে ঢাকার বনানী আবাসিক এলাকায় পাঁচ কাঠার একটি সরকারি প্লট নেন। পরবর্তী সময়ে রাজউক তার নামে ওই প্লটের একটি লিজ দলিল সম্পাদন করে দেয়।

কিন্তু দুদকের অনুসন্ধানে দেখা যায়, হাফিজ ইব্রাহীম তার নিজ নামে গুলশানে চার ও তিন কাঠা জমি ক্রয় করে সাত কাঠা জমির মালিক হন। ওই জমি থাকার পরও তিনি মিথ্যা তথ্য দিয়ে রাজউকের প্লট গ্রহণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

ইএইচ

Link copied!