Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পার্বত্য চুক্তির ২৭তম বর্ষপূর্তিতে মাটিরাঙ্গা জোনের বিশেষ মানবিক সহায়তা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

ডিসেম্বর ২, ২০২৪, ০৩:১০ পিএম


পার্বত্য চুক্তির ২৭তম বর্ষপূর্তিতে মাটিরাঙ্গা জোনের বিশেষ মানবিক সহায়তা

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে পার্বত্য চুক্তি স্বাক্ষরের ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোন কর্তৃক পার্বত্য চুক্তি স্বাক্ষরের ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মাটিরাঙ্গা জোন কর্তৃক কন্যা দায়গ্রন্থ মাতাকে কন্যার ভর্তির ফরম ফিলাপ করার জন্য ৫ হাজার টাকা আর্থিক সহায়তা, কবুতরছড়া জামে মসজিদে ৫ বান ঢেউটিন, মাটিরাঙ্গা থিয়েটারে ১টি হারমোনিয়াম, ১টি জিপসিপ, ১টি বুক সেলফ, জুন-ডিসেম্বর ২০২৪ এর মধ্যবর্তী পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও থিয়েটারের এরিয়া স্থাপন এবং অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে ১০০টি কম্বল বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি।

এছাড়াও, পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষ্যে রিজিয়ন একাদশ ও মানিকছড়ি একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষ্যে মাটিরাঙ্গা জোন কর্তৃক ৩৫ হাজার টাকা খরচ করা হয়।

এছাড়াও মাটিরাঙ্গা জোনের তত্ত্বাবধানে মাটিরাঙ্গা জোনের আওতাধীন বাইল্যাছড়ি স্কুলপাড়া, গুইমারা ইউনিয়ন, গুইমারা উপজেলা এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসাসেবা কর্মসূচিতে গুইমারা সিএমএইচের মেডিসিন বিশেষজ্ঞ ক্যাপ্টেন সুমাইয়া রহমান, এএমসি এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুপন, পাহাড়ি ও বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করেন।

কর্মসূচিতে মোট ৩৫৪ জন পাহাড়ি উপজাতি নারী ও পুরুষ এবং ২৭০ জন বাঙালি নারী ও পুরুষসহ সর্বমোট ৬২৪ জন‍‍`কে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন ও সেবা গ্রহণকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি।

এছাড়াও মাটিরাঙ্গা জোনের তত্ত্ববধানে গুইমারা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষ্যে রিজিয়ন একাদশ ও মানিকছড়ি একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, কমান্ডার, ২৪ আর্টিলারি ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, গুইমারা রিজিয়ন এবং গুইমারা রিজিয়নের সকল জোন কমান্ডার।

ইএইচ

Link copied!