Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গাজীপুরে রিসোর্ট থেকে শীর্ষ সন্ত্রাসী কামু গ্রেপ্তার

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২, ২০২৪, ০৪:২৬ পিএম


গাজীপুরে রিসোর্ট থেকে শীর্ষ সন্ত্রাসী কামু গ্রেপ্তার

গাজীপুরে হত্যা, অস্ত্র, মাদক, বিস্ফোরকদ্রব্যসহ ২৪ মামলার আসামি টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলামকে (কামু) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার জয়দেবপুর থানা শিরিরচালা এলাকায় অবস্থিত সাবাহ গার্ডেন রিসোর্টে অভিযান করে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।

গ্রেপ্তার কামরুল ইসলাম (৫৩) গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এরশাদ নগর এলাকার তমিজ উদ্দিনের ছেলে।

আসামি কামরুলের বিরুদ্ধে নগরীর টঙ্গী পূর্ব থানায় হত্যা, অস্ত্র, মাদক, বিস্ফোরকদ্রব্যসহ ২৪টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে থানায় ৮টি গ্রেপ্তারি পরোয়ানা আছে।

গাজীপুর মহানগর পুলিশের ডিসি (মিডিয়া) আমার সংবাদকে জানান, সোমবার ভোরে কামু বাহিনীর প্রধান কামুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের কার্যালয় এনে জিজ্ঞাসাবাদ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!