Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কুড়িগ্রাম জেলা কৃষকদলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চারা বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিসেম্বর ২, ২০২৪, ০৬:৩২ পিএম


কুড়িগ্রাম জেলা কৃষকদলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চারা বিতরণ

কুড়িগ্রামে  বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা কৃষকদল উদ্যোগে  বন্যায় ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের  কৃষকদের  মাঝে বিভিন্ন জাতের সবজির চারা বিতরণ করা হয়েছে। 

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি  কৃষিবিদ হাসান জাফির তুহিন।  

সোমবার বিকালে জেলা সদরের বৈরাগীর হাট ঈদগাহ মাঠে চর উন্নয়ন গবেষণা কেন্দ্র ও পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার সহযোগিতায় জেলা কৃষকদল উদ্যোগে  চরাঞ্চলের ৬ শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষকদের ২৪ হাজার বেগুন ও মরিচসহ বিভিন্ন সবজির চারা বিতরণ করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদীদলের রংপুর বিভাগের সহ -সাংগঠনিক সম্পাদক  আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,কৃষকদলের রংপুর বিভাগের সহ সাংগঠনিক শাহ নেওয়াজ লাবু, কৃষিবিদ  ডক্টর আব্দুল মজিদ, সহ- সাংগঠনিক সম্পাদক আনোয়ার শাহাদত প্রমুখ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের আহ্বায়ক মো.রিপন রহমান। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব রুকুনুজ্জামান খন্দকার রুকু ।

আরএস

Link copied!