কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২৪, ০৬:৪৯ পিএম
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২৪, ০৬:৪৯ পিএম
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সোমবার (২ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ কসবা মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান।
বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, কসবা থানার এসআই মো. আব্দুল কাদের, কসবা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আবুল হোসেন ভূঁইয়া, প্রভাষক রেনুয়ারা বেগম, প্রভাষক মাহমুদা আক্তার ও প্রভাষক মোহাম্মদ খোরশেদ আলম।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের হিসাব রক্ষক মো. সেলিম মিয়া।
আরএস