হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২৪, ০৮:১৭ পিএম
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২৪, ০৮:১৭ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে রং মেশানো পঁচিশ কেজি সামুদ্রিক পোয়ামাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামিয়াহাট মাছ বাজারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে মাছ ব্যবসায়ী মোহাম্মদ ইউনূস মিয়ার কাছ থেকে মাছ গুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ গুলো বাজারের পার্শ্ববর্তী ইসলামিয়াহাট মাদ্রাসার এতিমখানায় দান করা হয়।
বাজারে উপস্থিত ক্রেতাসাধারণ এই অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন এধরনের বাজার মনিটরিং নিয়মিত হলে আমরা সাধারণ মানুষ খুবই উপকৃত হবো। অন্তত বিষ খাওয়া থেকে মানুষ রেহাই পাবে।
এবিষয়ে মৎস্য কর্মকর্তা বলেন, বাজারে মানবদেহের জন্য ক্ষতিকর আর্টিফিশিয়াল রং মাছের সাথে মিশিয়ে বিক্রি করার খবর পেয়ে আমরা সরেজমিন উপস্থিত হলে বিষয়টি প্রতীয়মান হয়। রাষ্ট্রীয়ভাবে মাছের গায়ে রং মেশানো নিষেধ রয়েছে। ক্ষতিকর রং মেশানো মাছ মানবদেহে ক্যান্সারসহ বিভিন্ন রোগ সৃষ্টি করে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মেশানোর দায়ে মাছ গুলো জব্দ করে এতিমখানায় প্রদান করা হয়েছে। মাছ ব্যবসায়ী এধরনের অপরাধ আর করবেনা মর্মে মুচলেকা দিলে তাকে সতর্ক করা হয়।
আরএস