Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আখাউড়া দিয়ে ১০৫ টন মাছ গেলো ত্রিপুরায়

আখাউড়া প্রতিনিধি :

আখাউড়া প্রতিনিধি :

ডিসেম্বর ৩, ২০২৪, ০২:৫৬ পিএম


আখাউড়া দিয়ে ১০৫ টন মাছ গেলো ত্রিপুরায়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এক লক্ষ পাঁচ হাজার দুইশত কেজি মাছ রপ্তানি হয়েছে।  আজ মঙ্গলবার সকাল থেকেই মাছ রপ্তানি শুরু হয়, যা অন্য কয়েকদিনের চপয়ে একটু আগেভাগে। ভারতীয়দের অনুরোধের প্রেক্ষিতে একটু তাড়াতাড়ি মাছ পাঠানো হয়।

সংশ্লিষ্টরা জানান, ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশিদেরকে আগে থেকে জানিয়ে দেন যে মঙ্গলবার যেন তাড়াতাড়ি মাছ পাঠানো হয়। কেননা, আমদানি-রপ্তানি বিষয়ে তাদের একটি সভা আছে। ওই সভা থেকে কিছু বার্তা দেওয়া হতে পারে বাংলাদেশকে।

বাংলাদেশি ব্যবসায়ীরা অবশ্য মনে করছেন, আর যাই হোক হুট করে মাছ আমদানি বন্ধ করবে না। কেননা, ওপারের সেভেন সিস্টার্স বলে খ্যাত সাতটি রাজ্যে বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা রয়েছে।

এদিকে মাছ আমদানিতে আগ্রহ থাকলে ওপারে বাংলাদেশিদের জন্য হোটেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার ত্রিপুরার হোটেল মালিকদের এক সভা থেকে এ সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর আগে আইএলএস নামে এজটি হাসপাতাল বাংলাদেশিদেরকে চিকিৎসা সেবা দিবে না বলে ঘোষণা দেয়।

চিন্ময় দাস গ্রেপ্তার ইস্যুতে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি চলছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের ত্রিপুরাসহ বিভিন্নস্থানে নিয়মিত বিক্ষোভ হচ্ছে। ভারতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে সেদেশে বাংলাদেশি পতাকা পুড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ সোমবার ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনারের আগরতলার কার্যালয়ে হানলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এঘটনায় ভারতের পক্ষ থেকে অবশ্য দুঃখ প্রকাশ করা হয়।

আখাউড়া স্থলবন্দরের মৎস্য ব্যবসায়ী রতন মিয়া জানান, মঙ্গলবার সকাল থেকেই মাছ যাওয়া শুরু হয়েছে। নিজেদের মধ্যে আলোচনা আছে জানিয়ে ত্রিপুরার ব্যবসায়ীরা আগেভাগে মাছ দিতে বলেন।
তিনি জানান, মঙ্গলবার পাঁচটি বিলে এক লক্ষ পাঁচ হাজার ২০০ কেজি মাছ রপ্তানি হয় ভারতের ত্রিপুরায়।

বিআরইউ

Link copied!