Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বরিশালে জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

বরিশাল ব্যুরো:

বরিশাল ব্যুরো:

ডিসেম্বর ৩, ২০২৪, ০৩:৩৩ পিএম


বরিশালে জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ প্রতিপাদ্য নিয়ে বরিশালে উদযাপিত হয় ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস।

এ উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা এবং উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরিশাল স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ৈ প্রধান অতিথির বক্তৃতায় বলেন, প্রতিবন্ধীরা আমাদের সন্তান, তাদেরকে বোঝা ভাবা যাবে না। তাদেরকে যথাযথ পরিচর্যার মধ্য দিয়ে মানব সম্পদে পরিণত করা সম্ভব। তিনি প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশে রাষ্ট্র এবং পরিবার উভয়কেই এগিয়ে আসার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তৃতায় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহ মো: রফিকুল ইসলাম বলেন, ১৯৯৮ সাল থেকে বাংলাদেশে জাতীয়ভাবে প্রতিবন্ধী দিবস উদযাপন হচ্ছে। দেশে বর্তমানে ৩৫ লাখ প্রতিবন্ধী যার মধ্যে বরিশালে রয়েছে ৭০ হাজার। সরকার ২০০৪- ২০০৫ অর্থবছর থেকে নিয়মিত প্রতিবন্ধীদের ভাতা প্রদান করছে।

অন্যান্য বক্তারা বলেন, সমাজের একটি বিশেষ অংশকে বাদ দিয়ে দেশের অগ্রগতি সম্ভব নয়। এজন্যে টেকসই উন্নয়নের লক্ষ্যে সমাজের সকল কর্মকাণ্ডে প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ.কে.এম আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি সিভিল সার্জন সব্যসাচী দাস, বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩০ জন সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দিবসটি পালন উপলক্ষ্যে সকালে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। প্রধান অতিথির নেতৃত্বে র‌্যালিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীরা অংশগ্রহণ করেন।

বিআরইউ

Link copied!