বরিশাল ব্যুরো:
ডিসেম্বর ৩, ২০২৪, ০৩:৪১ পিএম
বরিশাল ব্যুরো:
ডিসেম্বর ৩, ২০২৪, ০৩:৪১ পিএম
ভারতের আগরতলা সহকারি হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে ছাত্র ও রাজনৈতিক দল।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বিএনপি পৃথক পৃথক বিক্ষোভ করে। বিক্ষোভ থেকে হামলাকারীদের বিচার ও ভারতীয় আগ্রাসন বন্ধের দাবী জানানো হয়।
বেলা ১১টায় সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে হাসপাতাল রোড, সদর রোড, ফজলুল হক এভিনিউ, লঞ্চঘাট, গীর্জা মহল্লা ঘুরে সাড়ে ১২টার দিকে সদর রোড অশ্বনী কুমার হলের সামনে এসে শেষ হয়।
এদিকে মহানগর বিএনপির উদ্যোগে ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় ১টার দিকে একই স্থানে এসে মিছিল শেষ হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ভারতের উগ্রবাদীরা বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য আগরতলায় আমাদের সহকারী হাইকমিশনে হামলা চালায়।
তিনি বলেন, ভারত এর মাধ্যমে স্পষ্ট করলো বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে হামলা চালিয়েছে।
আরেক শিক্ষার্থী রাখি বলেন, স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিবো। শিক্ষার্থী জনতার রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে ভারতীয় উগ্রবাদীদের আস্ফালন মেনে নেয়া হবে না। ভারত যে কোনদিনই বাংলাদেশের বন্ধু ছিল না তার প্রমাণ হয়ে গেছে।
আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। শিক্ষার্থী গোলাম মোস্তফা বলেন, আমাদের সীমান্তে ভারতের উগ্রবাদীরা প্রবেশের চেষ্টা দেখিয়ে দুঃসাহস দেখিয়েছে। আমরা আর ছাড় দিবো না। বাংলাদেশ জেগে উঠেছে। আমাদের আর ভুল বুঝিয়ে দমিয়ে রাখা যাবে না।
বিক্ষুব্ধরা এসময়ে ভারতের আগ্রাসন বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এদিকে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে বড় একটি মিছিল সদর রোড প্রদক্ষিণ করে।
বিআরইউ