সন্দ্বীপ প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৪, ০৪:১৮ পিএম
সন্দ্বীপ প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৪, ০৪:১৮ পিএম
সন্দ্বীপে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের কনফারেন্সে রুমে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার ।
সভায় উপস্থিত ছিলেন— উপজেলা ইঞ্জিনিয়ার আবদুল আলীম, কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলী আজম, উপজেলা মৎস্য অফিসার আতিকুল্ল্যাহ, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবদুল মতিন, উপজেলা নির্বাচন কমিশন অফিসার দেবাশীষ দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল খালেক, উপজেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী শাখাওয়াত হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আনোয়ার হোসেন, কৃষি ব্যাংক ব্যবস্হাপক আক্তারুজ্জামান সুজন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক মানস নন্দী, আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কামরুল হাসান সহ আরও অনেকে।
এসময় জাতীয় দিবস দুটি সফল করার জন্য বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।
এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।প্রস্তুতিসভায় উপস্থিত প্রতিনিধিবৃন্দের মতামতের ভিত্তিতে শহীদ বুদ্ধিজীবী দিবস,মহান বিজয় দিবস,বিজয় মেলা ও নাট্য প্রতিযোগিতা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং দিবসটি সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে উদ্যাপন কমিটি গঠন করা হয় ।
বিআরইউ