ভোলা প্রতিনিধি:
ডিসেম্বর ৩, ২০২৪, ০৫:০২ পিএম
ভোলা প্রতিনিধি:
ডিসেম্বর ৩, ২০২৪, ০৫:০২ পিএম
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য,এই বাস্তবতার আলোকেই প্রতিটি মানুষ পরস্পর পরস্পরের সহযোগিতা প্রাপ্য। আর সেই দৃষ্টিকোণ থেকেই দেশের সরকার বা প্রশাসন ব্যবস্থা সাজানো।
সোমবার(২ ডিসেম্বর) ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান তেমনই একটি কাজের বাস্তবায়ন করলেন। একজন অসহায় ও দরিদ্র প্রতিন্ধীকে একটি হুইল চেয়ার দানের মাধ্যমে।
জানা যায় জেলার দৌলতখান উপজেলার বেড়িবাঁধ এলাকার বাসিন্দা মো.ছিডু এর ছেলে মো. মনির গত ২ বছর পূর্বে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দুটি পায়ের চলাচল শক্তি হারিয়ে ফেলেন। অসহায় দু:স্থ মনির অর্থাভাবে চলাচলে তিনি অন্যের সাহায্য ছাড়া কোনোভাবেই চলাফেরা করতে পারেন না।
আর তাই একটি হুইল চেয়ার কিনার জন্য আর্থিক সাহায্যর জন্য ভাইয়ের কাঁধে চড়ে তিনি জেলা প্রশাসক ভোলা মহোদয়ের কার্যালয়ে আসেন। তিনি একটি হুইল চেয়ার ক্রয়ের জন্য ৩,০০০ টাকা জোগাড় করেছেন। আরও ৫,০০০ টাকা পেলে তিনি একটি হুইল চেয়ার ক্রয় করতে পারবেন মর্মে জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন দাখিল করেন।
জেলা প্রশাসক অসহায় মনির এর আবেদনে খুব দ্রুত সারা দিয়ে তাৎক্ষণিক নির্দেশনা মোতাবেক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে একটি হুইল চেয়ার প্রদান করেন এবং মনিরকে নিজ তহবিল থেকে নগদ ১০০০ টাকা অনুদানও দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
বিআরইউ