Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষ্যে কুড়িগ্রামে প্রস্তুতিসভা

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম প্রতিনিধি:

ডিসেম্বর ৩, ২০২৪, ০৫:১০ পিএম


শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষ্যে কুড়িগ্রামে প্রস্তুতিসভা

শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস ২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এ সময় সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার  মো.মাহফুজুর রহমান, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উত্তম কুমার,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিএম কুদরত ই খুদা, বীর প্রতিক আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় যথাযোগ্য মর্যাদায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয দিবস পালন করতে কয়েকটি উপকমিটি গঠন করা হয়।

প্রস্তুতিসভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক  নুসরাত সুলতানা বলেন,পরিবর্তিত পরিস্থিতিতে এবারে আমাদেরকে দিবস দইটি পালন করতে হবে। আমরা জাতীয় কর্মসূচিগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করতে সকলের সহযোগিতা চাই।


বিআরইউ

Link copied!