ফেনী জেলা প্রতিনিধি:
ডিসেম্বর ৩, ২০২৪, ০৫:৪৯ পিএম
ফেনী জেলা প্রতিনিধি:
ডিসেম্বর ৩, ২০২৪, ০৫:৪৯ পিএম
ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলা ও ফেনীর বিলোনীয়া স্থলবন্দর সংলগ্ন এলাকায় এসে ভারতীয়দের বাংলাদেশ বিরোধী শ্লোগানের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ করেছে বিএনপি।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকালে স্থানীয় জেলা বিএনপির উদ্যোগে শহরের ট্রাংক রোডস্থ বড় মসজিদের সামনে থেকে মিছিলটি বের করে মডেল থানা পর্যন্ত প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতারা বলেন, ভারত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতেছে। তারা ইতোমধ্যে আন্তর্জাতিক আইন লঙ্গন করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়েছে। বাংলাদেশের ছাত্র-জনতা এর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।
এর আগে মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পাটোয়ারীসহ দলীয় নেতৃবিন্দের।
বিআরইউ