মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:
ডিসেম্বর ৩, ২০২৪, ০৬:১৪ পিএম
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:
ডিসেম্বর ৩, ২০২৪, ০৬:১৪ পিএম
জামালপুরের মেলান্দহে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হিন্দুত্ববাদী উগ্রপন্থিদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মেলান্দহ উপজেলা শাখা।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে মেলান্দহ বড় মসজিদ থেকে মিছিলি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের হামলার সুযোগ করে দিয়ে ভারত ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে। বাংলাদেশ মিশনে হামলার মাধ্যমে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হেনেছে। এ হামলার জন্য ভারতকে নি:শর্ত ক্ষমা চাইতে হবে। হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশের জনগণ এর দাঁত ভাঙ্গা জবাব দিবে বলে দাবি জানান।
বক্তারা আরও বলেন, নরেন্দ্র মোদি পতিত ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র ও ভারতের আধিপত্যবাদী আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। ভারতের আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশের মানুষ জীবন দিতে প্রস্তুত রয়েছে।
বিআরইউ