Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আইনজীবীর বাড়িতে ডাকাতি, যাওয়ার সময় চাইলো পায়ে ধরে মাফ

বাগেরহাট  প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২৪, ০৬:৫২ পিএম


আইনজীবীর বাড়িতে ডাকাতি, যাওয়ার সময় চাইলো পায়ে ধরে মাফ

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি পরিবারের সকলকে অস্ত্রের মুখে বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত ডাকাতরা তাণ্ডব চালায় পৌরসভার পূর্ব সরালিয়া গ্রামের অ্যাড. মোস্তাফিজুর রহমান জিকোর বাড়িতে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে সকলকে বেধে ঘরের সবকিছু তছনছ করে ৭ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকা ও একটি বিদেশি কম্বল নিয়ে যায়।

মোস্তাফিজুর রহমান জিকোর মা লিপি বেগম বলেন, কৌশলে পাকা ভবনের দরজা খুলে ৬ জনের মুখোশ পরিহিত ডাকাত দল ঘরের সকলকে বেঁধে স্বর্ণালংকার ও টাকা হাতিয়ে নেয়। ডাকাতরা ওই ঘরের মধ্যে বসেই টাকা ও স্বর্ণালংকার নিজেদের মধ্যে ভাগাভাগি করে যাবার সময় লিপি বেগমের পায়ে ধরে মাফ চেয়ে যায়। প্রতিবেশীরা টের পেয়ে ভোর পৌনে ৫টার দিকে স্থানীয় মসজিদের মাইকে ডাকাতির খবর প্রচার করেন ততক্ষণে ডাকাতরা নিরাপদ আশ্রয়ে চলে যায়।  

থানার ওসি মো. শওকত হোসেন বেলা ১১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ওই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দরজা, জানালা ভেঙ্গে ডাকাতি বা ঘরে ঢোকার কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। 

আরএস

Link copied!