Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

বার্ডে আয়োজিত সেমিনারে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের অংশগ্রহণ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২৪, ০৮:৩২ পিএম


বার্ডে আয়োজিত সেমিনারে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের অংশগ্রহণ

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ ‘Korea’s Strategy for Economic Development and It’s lessons’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জনাব পার্ক ইয়ং সিক। সেমিনারে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপনের সময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন বিষয়গুলে তুলে ধরেন। 

তিনি বলেন দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন মডেল অনুসরণ করে বাংলাদেশ বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে দ্রুত অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারবে। 

এছাড়া তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। সেমিনারের মঞ্চে আরও উপবিষ্ট ছিলেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিম এবং জনাব রঞ্জন কুমার গুহ, পরিচালক (প্রকল্প), বার্ড। বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব আবদুল্লাহ আল মামুন সেমিনারে সমন্বয়কের দায়িত্ব পালন করেন। 

সেমিনার পরিচালক ও সহযোগী সেমিনার পরিচালকের দায়িত্ব পালন করেন যথাক্রমে জনাব জোনায়েদ রহিম, যুগ্মপরিচালক ও জনাব সাইফুন নাহার, উপপরিচালক, বার্ড। সেমিনারটিতে অংশগ্রহণ করেছেন বার্ডে চলমান আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার ১২টি দেশের প্রশিক্ষণার্থী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার, বিসিএস (শিক্ষা) ক্যাডার ও বার্ডের মোট ২২০ জন কর্মকর্তা।

আরএস

Link copied!