Amar Sangbad
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪,

কক্সবাজারে ধারালো ছুরি ও টমটমসহ পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

মো. আবদুল হালিম, কক্সবাজার প্রতিনিধি

মো. আবদুল হালিম, কক্সবাজার প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২৪, ০৮:৫২ পিএম


কক্সবাজারে ধারালো ছুরি ও টমটমসহ পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

কক্সবাজার সদর মডেল থানার অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত চারটি ধারালো ছুরি ও একটি টমটম অটোরিকশাসহ পাঁচজন ছিনতাইকারীকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ।

জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ।

সোমবার ভোর ৪টা ৫০ মিনিটে কক্সবাজার শহরের ঈদগাঁ ময়দান সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ার মো. সাহেদ হোসেন (১৮), মো. রহিম (১৯), মো. রাকিব (১৯), চকরিয়ার ঢেমুশিয়ার শহীদ হোসাইন (২৫) এবং মহেশখালীর কুতুবজোম চর পাড়ার মো. আব্দুর রহিম (১৬)।

পুলিশ জানায়, অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত চারটি ছুরি উদ্ধার করে পুলিশ। ছুরিগুলোর মধ্যে একটি টিপ ছুরি (লম্বা ৯ ইঞ্চি ৩ সুতা) এবং তিনটি ফোল্ডিং ছুরি (প্রত্যেকটি লম্বা যথাক্রমে ৭.৫ ইঞ্চি, ৭.৫ ইঞ্চি ও ৩.৫ ইঞ্চি) রয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি ব্যাটারি চালিত টমটম অটোরিকশাও জব্দ করা হয়৷

আরএস
 

Link copied!