Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

ওসমানী বিমানবন্দরে ১১ পিস স্বর্ণের বার জব্দ

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

ডিসেম্বর ৪, ২০২৪, ০২:৩২ পিএম


ওসমানী বিমানবন্দরে ১১ পিস স্বর্ণের বার জব্দ

সিলেটের ওসমানী বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট থেকে ১১ পিস স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

জব্দকৃত স্বর্ণের মূল্য এক কোটি ৩৭ লাখ টাকা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বুধবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইট (বিজি-২৪৮) বিমানের অভ্যন্তরে পরিত্যাক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

জব্দৃকত ১১টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ২৮৩ গ্রাম।

কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারি কমিশনার (চ.দা.) বিকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করে বলেন, বিমানের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ১১ পিস স্বার্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের পরিমাণ এক কেজি ২৮৩ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা হিসেবে ১১ পিস স্বর্ণের বারের মূল্য আনুমানিক এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।

ইএইচ

Link copied!