Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

নাচোলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

ডিসেম্বর ৪, ২০২৪, ০৩:২২ পিএম


নাচোলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে ডোবার পানিতে ডুবে ফাহিম (২) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ফাহিম উপজেলার ফতেপুর ইউনিয়নের আহুড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

বুধবার (০৪ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের ডোবায় এ দুর্ঘটনা ঘটে।

নাচোল থানার অফিসার ইনচার্জ  মনিরুল ইসলাম জানান, বাড়ির সবার অগোচরে খেলাধুলার সময় বাড়ির পাশে ডোবায় পড়ে মৃত্যু হয় শিশু ফাহিমের। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।


বিআরইউ

Link copied!