Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম প্রতিনিধি:

ডিসেম্বর ৪, ২০২৪, ০৩:৫৮ পিএম


কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

ভারতের আগরতলায় বাংলাদেশ উপ- হাই কমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা-কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও  জাতীয় নাগরিক কমিটি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও  জাতীয় নাগরিক কমিটি কুড়িগ্রাম জেলার আয়োজনে কলেজমোড়স্হ পৌর টাউন হলের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন,জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর,মুখ্য সংগঠক সাদিকুর রহমান,জাতীয় নাগরিক কমিটির সদস্য নুরে আলম মুকুল, শামীম আলম প্রমুখ।

বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও  জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে  সকল সদস্য মিছিলে অংশগ্রহণ করেন।

বিআরইউ

Link copied!