Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গোয়ালন্দে পৌর গুদামে পড়ে আছে গরিবের শীতবস্ত্র

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২৪, ০৪:৩৯ পিএম


গোয়ালন্দে পৌর গুদামে পড়ে আছে গরিবের শীতবস্ত্র

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার গুদামে দীর্ঘদিন ধরে পড়ে আছে দরিদ্র শীতার্তদের জন্য বরাদ্দকৃত শতাধিক কম্বল।

গত বছরের শীতে বিতরণের জন্য এগুলো বরাদ্দ দেওয়া হলেও তৎকালীন মেয়র নজরুল ইসলাম মণ্ডল বিতরণ শেষ না করায় তা গুদামে মজুত ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পৌরসভায় গিয়ে দেখা যায়, কর্মচারীদের মধ্যে গুদামে পড়ে থাকা কম্বল নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। প্রধান সহকারী মো. ফজলুল হকের কক্ষে কম্বলগুলোর স্তূপ চোখে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তৎকালীন মেয়র একজন কাউন্সিলরকে এগুলো বিতরণের দায়িত্ব দিয়েছিলেন। তবে তিনি তা করেননি। বর্তমান প্রশাসক বিষয়টি জানার পর এগুলো বের করে বিতরণের নির্দেশ দিয়েছেন।’

এ প্রসঙ্গে আব্দুস সালাম নামে একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যাদের জন্য এই কম্বলগুলো বরাদ্দ, তারা জানেন না একটু উষ্ণতার জন্য শীতার্ত মানুষের কী কষ্ট। দরিদ্রদের জন্য সামান্য এই সেবাটুকুও দেওয়া হয়নি, এটা দুঃখজনক।’

গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র জানান, ‘আমি দায়িত্ব নেওয়ার পর বিষয়টি জানতে পারি এবং দ্রুত কম্বলগুলো বিতরণের উদ্যোগ নেই। শিগগিরই দরিদ্রদের মাঝে এগুলো বিতরণ করা হবে। তবে এটি আইনগত ত্রুটির কোনো বিষয় নয়।’

ইএইচ

Link copied!