Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে গৌরনদীতে র‌্যালি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২৪, ০৪:৫৫ পিএম


আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে গৌরনদীতে র‌্যালি

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার বেলা ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিঠি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জাতীয় মহিলা সংস্থার গৌরনদী উপজেলা কর্মকর্তা আলহাজ্ব মো. সহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী অ্যাডভোকেট ফাতিমা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনারের সহধর্মিণী ইসাবেলা ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন শিল্পী, দৈনিক দিনকালের গৌরনদী প্রতিনিধি আমিনা আকতার সোমা।

বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, নারী সংগঠক হোসনেয়ারা বেগম, নারী শিক্ষার্থী শোভা আক্তার, মাকসুদা বেগম, রোকাইয়া মৌ, সুমাইয়া আক্তার প্রমুখ।

ইএইচ

Link copied!