Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫,

নাজিরপুরে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২৪, ০৫:০৪ পিএম


নাজিরপুরে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে চাঁপাগাছ থেকে পড়ে জুলফিকার আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার সকালে তিনি গাছ থেকে পড়ে যান। পরে মৃত্যু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

নিহত জুলফিকার আলী শেখ উপজেলার চৌঠইমহল গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে।

জুলফিকারের স্বজনরা জানান, সকালে একটি চাপা গাছ কাটার জন্য তিনি ওই গাছে থাকা ডালপালা কাটতে গাছে উঠে। এ সময় গাছ থেকে তিনি পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত্যু ঘোষণা করে।

নাজিরপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরএমও উজ্জ্বল মন্ডল জানান, মৃত্যু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ওয়ারিশরা যেভাবে চাইবে সেভাবে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।

ইএইচ

Link copied!