Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২৪, ০৬:০২ পিএম


কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার দুপুরে কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল রোডে একটি বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছেন তিনি।

ইএইচ

Link copied!