অভয়নগর (যশোর) প্রতিনিধি:
ডিসেম্বর ৫, ২০২৪, ০১:১৩ পিএম
অভয়নগর (যশোর) প্রতিনিধি:
ডিসেম্বর ৫, ২০২৪, ০১:১৩ পিএম
যশোরের অভয়নগরে অবৈধভাবে মজুদ করা ৭৩০ বস্তা ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়েছে। এ সময় ওই গুদামের মালিক সার ব্যবসায়ী আকরামুজ্জামান খোকনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার নওয়াপাড়া বাজারের কলাহাট এলাকায় মেসার্স জামান ব্রাদার্সের গুদামে এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১ টার দিকে নওয়াপাড়া বাজারের কলাহাট এলাকায় মেসার্স জামান ব্রাদার্সের গুদামে অভিযান চালানো হয়। এ সময় গুদামের ভেতরে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৪৮০ বস্তা সরকারি ডিএপি ও ২৫০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। একই সঙ্গে গুদামটি সিলগালা করা হয়। এছাড়া গুদামের মালিক মেসার্স জামান ব্রাদার্সের স্বত্বাধিকারী কামরুজ্জামান খোকনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, জব্দকৃত সার উপজেলা কৃষি অফিস কর্তৃক খোলা দরপত্রে নিলাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত কার্যকর করা হবে। সার মজুদকারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিআরইউ