Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের নিয়ে শিখন সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ৫, ২০২৪, ০৩:২৯ পিএম


চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের নিয়ে শিখন সভা

চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের নিয়ে শিখন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি মিডিয়ার মাধ্যমে সিভিক স্পেসে সমতল ভূমি এবং জাতিগত সংখ্যালঘুদের ভয়েস প্রচার প্রকল্পের রেডিও প্রোগ্রাম ‘সেতু বন্ধন’ এর আওতায় রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এ সভার আয়োজন করে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার ও রেডিও মহানন্দার উপদেষ্টা তাছমিনা খাতুন।

সূচনা বক্তব্যে প্রকল্পের সার্বিক তুলে ধরেন রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হেসেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু, সমষ্টির প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহিদুল হক খান, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, আদিবাসী নেতা কর্নেলিউস মুর্মুসহ অন্যরা।

ইএইচ

Link copied!