টাঙ্গাইল প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৪, ০৩:৫৬ পিএম
টাঙ্গাইল প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৪, ০৩:৫৬ পিএম
‘সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে সকল ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা পুলিশের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন, টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন, জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক রমেশ চন্দ্র সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাধন চন্দ্র চক্রবর্তী, জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চিত্ত রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু, টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জন জেৎরা, হিন্দু ধর্মীয় কল্যাণ বোর্ডের ট্রাস্টি শ্যামল হোড় প্রমুখ।
এর আগে একটি সম্প্রীতি র্যালি জেলা সদরের হেলিপ্যাড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পুলিশের মাল্টিপারপাস শেডে সমাবেশে যোগ দেয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
ইএইচ