Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নীলফামারীতে মাদরাসা পরিচালককে জোরপূর্বক পদত্যাগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

ডিসেম্বর ৫, ২০২৪, ০৪:০২ পিএম


নীলফামারীতে মাদরাসা পরিচালককে জোরপূর্বক পদত্যাগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারীতে মাদরাসার পরিচালককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা এবং মিথ্যে মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আমিন উল্লাহ সদরের দারোয়ানী।

টেক্সটাইল এলাকায় কবিরাজ মার্কেটের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্যে মাওলানা আমিন উল্লাহ বলেন, গত ১৬ সেপ্টেম্বর মাদরাসার তিন শিক্ষক ইমামুল ইসলাম, মাওলানা আতাউল্লাহ ও মাওলানা সাজেদুল ইসলাম নেতৃত্ব দিয়ে ছাত্রদের বের করে এনে আমাকে জোড় করে পদত্যাগ করিয়ে নেন। এমনকি আমার বিরুদ্ধে ২৩ দফা অভিযোগ তুলে বিব্রত করেন যার একটিরও প্রমাণ করাতে পারবে না।

তিনি আরও বলেন, ৪২ বছর ধরে এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছি একটিও অভিযোগ কেউ করতে পারেনি বরং সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। 
তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হবিবর রহমান চৌধুরীর ইন্ধনে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হুমকি, মিথ্যে মামলায় জড়ানোসহ বিভিন্নভাবে আমাকে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে মাদরাসা পরিচালনা কমিটির প্রাক্তন সদস্য মাসুম কবিরাজ, স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম, ছগির আলম, ম্যানেজিং কমিটির সদস্য মামুন বসুনিয়া, গোলাম রব্বানীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!