রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৪, ০৪:১৭ পিএম
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৪, ০৪:১৭ পিএম
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৩য় শ্রেণির এক স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের মামলায় ২৬নং চরলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত ৯টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চরমোন্তাজ ইউনিয়ন পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামি প্রধান শিক্ষকের বিরুদ্ধে গত ২ ডিসেম্বর আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমারৎ হোসেন বলেন, ‘শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অপরাধে থানায় মামলা করেছেন। চার্জশিটে আসামি জাকির সরদার অভিযুক্ত হয়েছেন। এর প্রেক্ষিতে গত ২ ডিসেম্বর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আজ তাকে আটক করা হয়। দ্রুতই তাকে আদালতে প্রেরণের করা হবে।
ইএইচ