কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৪, ০৪:২৩ পিএম
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৪, ০৪:২৩ পিএম
নেত্রকোণার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামিল (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের চন্দনকান্দি গ্রামে একটি ফিসারিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জামিল ওই গ্রামের মো. জামালের ছেলে।
জানা গেছে, দুপুরে প্রতিদিনের ন্যায় হায়দুলের একটি ফিসারিতে মাছের আহারসহ দেখা শুনা করতেন জামিল। ওই ফিসারিতে স্থাপিত মোটরপাম্পে অসাবধানতাবশত বিদ্যুৎ সঞ্চালন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মো. জামিলের মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইএইচ