Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সখীপুরে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ৫, ২০২৪, ০৫:১৮ পিএম


সখীপুরে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ

টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো (হাইব্রিড) ধানের বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বীজ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিয়ন্তা বর্মন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী।

এছাড়াও উপস্থিত ছিলেন- অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ইসমত আরা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ইলিয়াস আহমেদ ও কৃষিবিদ উলফাত জাহান, উপজেলা সমাজসেবা অফিসার মনসুর আহমেদ, উপজেলা মৎস্য অফিসার বদিউজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার নাজিমুজ্জামান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও)  ওয়াসিম প্রমুখ।

এ সময় উপজেলার ২৫ টি ব্লকের ১ হাজার ৬০০ কৃষকের মাঝে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!