Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

যশোরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

ডিসেম্বর ৫, ২০২৪, ০৫:৩৯ পিএম


যশোরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের প্রথম কিস্তির চেক বিতরণ উপলক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন যশোর।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় যশোর সার্কিট হাউজ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য দেন- সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক এ বি এম রফিকুল ইসলাম, জেলার সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক বেনজিন খান, প্রেস ক্লাব যশোরের সাবেক সভাপতি নুর ইসলাম, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি তৌহিদ জামান, আব্দুর রাজ্জাক বাচ্চু প্রমুখ।

ইএইচ

Link copied!