Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঘাটাইলে ‘সেনানীড়’ উদ্বোধন করলেন সেনাপ্রধান

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ৫, ২০২৪, ০৫:৪৩ পিএম


ঘাটাইলে ‘সেনানীড়’ উদ্বোধন করলেন সেনাপ্রধান

টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সেনাসদস্যদের জন্য নবনির্মিত ভবন ‘সেনানীড়’ উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে তিনি এ ভবনের উদ্বোধন করেন।

পরে সেনাপ্রধান ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং সেনাসদস্য ও তাদের পরিবারের সাথে মতবিনিময় করেন।

এর আগে সেনাপ্রধান নবনির্মিত ভবনের সামনে বৃক্ষ রোপণ করেন৷

এ সময় ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমানসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ভবন নির্মাণের ফলে ঘাটাইল এরিয়ার চাকরিরত সেনাসদস্যদের আবাসন সমস্যা নিরসন হবে বলে সেনাবাহিনী প্রধান আশাবাদ প্রকাশ করেন।

ইএইচ

Link copied!