Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দীঘিনালায় লজ্জাবর্তী বানর অবমুক্ত

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

ডিসেম্বর ৫, ২০২৪, ০৬:৫১ পিএম


দীঘিনালায় লজ্জাবর্তী বানর অবমুক্ত

খাগড়াছড়ির দীঘিনালায় নাড়াইছড়ি রেঞ্জ এলাকা থেকে বিরল প্রজাতির প্রাণি লজ্জাবর্তী বানর উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার দীঘিনালা কবাখালী ইউনিয়ন আলীনগর এলাকার থেকে বিরল প্রজাতির প্রাণি লজ্জাবর্তী বানর উদ্ধার করে ভৈরফা এলাকায় বিকাল সাড়ে ৪টায় জঙ্গলে অবমুক্ত করেন নাড়ইছড়ি উত্তর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- ফরেস্টার আক্তারুজ্জামান, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো সোহেল রানা, সিনিয়র সাংবাদিক মো আল আমিন, স্নেক রেসকিউ টিম বাংলাদেশের দীঘিনালা প্রতিনিধি হৃদয় বড়ুয়া প্রমুখ।

ইএইচ

Link copied!