লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৪, ০৭:১৯ পিএম
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৪, ০৭:১৯ পিএম
‘ঐক্যবদ্ধ বাংলাদেশ ছড়াবে না বিদ্বেষ’ এ শিরোনামে কুমিল্লার লাকসাম থানা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশ নেন মুসলিম, হিন্দু,বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ছাড়াও রাজনীতির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
বৃহস্পতিবার বিকালে লাকসাম থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্প্রীতি সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা।
থানার ওসি তদন্ত ফারুক হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, লাকসাম বণিক সমিতির আহ্বায়ক আলহাজ্ব মজির আহম্মদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব মীর আবু বাকার সিদ্দিক, খেলাফত মজলিসের আনোয়ার জাহিদ, ইসলামি আন্দোলন নেছার উদ্দিন, লাকসাম প্রেস ক্লাবের সভাপতি মশিউর রহমান সেলিম, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিষু, উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক, দৌলতগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী জসিম উদ্দিন, থানার উপ-পরিদর্শক আবদুল্লা আল মাসুদ প্রমুখ।
ইএইচ